রায়পুর: বচসার জেরে চার সহকর্মীকে হত্যা করলেন এক সিআরপিএফ কনস্টেবল। তিনি অপর একজনকে জখমও করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত বস্তারে বড়াগুড়া অঞ্চলে আধাসেনার ১৬৮ ব্যাটালিয়নের শিবিরে।
বস্তারের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিবেকানন্দ সিনহা বলেছেন, শনিবার বিকেল ৫.১৫ মিনিটে এই ঘটনা ঘটেছে। উচ্চপদস্থ সহকর্মীদের সঙ্গে বচসার জেরে আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন কনস্টেবল সনৎ কুমার। তাঁর গুলিতে প্রাণ হারান দুই সাব-ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও একজন কনস্টেবল। নিহতদের নাম ভি কে শর্মা, মেঘ সিংহ, রাজবীর সিংহ ও জি কে রাও। কনস্টেবল গজানন্দ জখম হয়েছেন।
বস্তারের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। সিআরপিএফ-এর মুখপাত্র দীনাকরণ মোজেস বলেছেন, সনৎ একে-৪৭ থেকে গুলি চালান। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সিআরপিএফও এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। গুরুতর জখম কনস্টেবল গজানন্দকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্তীসগঢ়ে চার সহকর্মীকে হত্যা সিআরপিএফ কনস্টেবলের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2017 12:20 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -