নয়াদিল্লি: সুকমায় মাওবাদী হামলায় ২৫ জওয়ান নিহত হওয়ার দুদিন পর স্থায়ী প্রধান পেল সিআরপিএফ। বুধবার, সিনিয়র আইপিএস অফিসার রাজীব রাই ভাটনগরকে বাহিনীর ডিজি পদে নিয়োগ করে কেন্দ্র।


১৯৮৩ ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার ভাটনগর বর্তমানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র প্রধান হিসেবে নিযুক্ত। এবার থেকে প্রায় ৩ লক্ষ জওয়ান বিশিষ্ট এই আধা-সামরিক বাহিনীর দায়িত্ব পেলেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত তিনিই এই দায়িত্বে থাকবেন।


গত ২৮ ফেব্রুয়ারি কে দুর্গাপ্রসাদের অবসরের পর থেকে প্রায় ২ মাস ধরে এই পদটি খালি পড়েছিল। গত সোমবার ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ২৫ জন সিআরপি জওয়ান প্রাণ হারানোর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেট (এসিসি) ভাটনগরের নিয়োগপত্রে সবুজ সঙ্কেত দেয়।


অন্যদিকে, ভাটগনরের ব্যাচমেট তথা বেঙ্গল ক্যাডারের আইপিএস অফিসার রঞ্জিত কুমার পচনন্দাকে আরেক আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র প্রধান নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) প্রধান পদে কর্মরত।