শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি হামলা চলছেই। পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলার মধ্যেই সোপিয়ান জেলায় সিআরপিএফের কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে অন্তত ৮জন আহত হয়েছেন, এঁদের মধ্যে ১জন সিআরপি জওয়ান, বাকিরা সাধারণ নাগরিক।
সোমবার কাকভোরে পাম্পোরের ইডিআই কমপ্লেক্সেস-এ ঢুকে পড়ে একদল জঙ্গি। তাদের বার করে আনতে চেষ্টা চালাচ্ছে সেনা। এর মধ্যেই সোপিয়ান হামলা বুঝিয়ে দিল, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে কীভাবে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।
অশান্তির জেরে শ্রীনগরের অভ্যন্তরীণ এলাকাগুলোয় এখনও বহাল রয়েছে কারফিউ। দিনচারেক আগে সহিংস বিক্ষোভ চলাকালীন নিরাপত্তারক্ষীদের পেলেট গানের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা রক্ষার কারণে তখন থেকে এলাকায় কারফিউ বহাল রয়েছে।
কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের ওপর ফের জঙ্গি হামলা, আহত অন্তত ৮
ABP Ananda, Web Desk
Updated at:
11 Oct 2016 12:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -