নয়াদিল্লি:  বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর দ্বারস্থ হলেন কেন্দ্রীয় পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর জওয়ান। নিজের জেলা গয়ায় মোতায়েন ওই জওয়ানকে সম্প্রতি তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় বদলি করা হয়। এরপরই ঊর্ধতন আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাজনাথকে চিঠি লিখেছেন তিনি।

অন্যদিকে, ২০ দিন ছুটির পর গত ২৩ জানুয়ারি কাজে যোগ দিতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সিআরপিএফ।

সঞ্জীব রাজন সিংহ সিআরপিএফের ১৫৯ তম ব্যাটেলিয়নে কর্মরত। তিনি বিহারের গয়া জেলায় মোতায়েন। তাঁর দাবি, কাজের চাপে তিনি তাঁর অসুস্থ মা, স্ত্রী ও সন্তানকে ঠিকমতো সময় দিতে পারেননি।

বিহারের মগধ ডিভিশনে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের মাশুলও তাঁকে দিতে হয়েছে বলে দাবি সঞ্জীবের। মাওবাদীরা গয়ায় তাঁর পৈতৃক বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে।

সঞ্জীবের অভিযোগ, রঙ্গা রেড্ডি জেলায় বদলির নির্দেশ প্রত্যাহারের যে আর্জি তিনি জানিয়েছিলেন তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। কাজের চাপের কারণে মা-স্ত্রী ও সন্তানের অসুস্থতার সময় তিনি যেতে পারেননি। এই তিনজনেরই মৃত্যু হয়েছে।

পুরো বিষয়টি তাঁর কম্যান্ডান্ট ধীরেন্দ্র বার্মাকে জানালে তিনি দুর্ব্যবহার করেন বলেও সঞ্জীবের অভিযোগ। অন্য কোনও বিকল্প না দেখে তিনি ন্যায় বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও বাহিনীর উচ্চপদস্থ অফিসারদের কাছে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন সঞ্জীব।

সিআরপিএফ কম্যান্ডান্ট ধীরেন্দ্র বার্মা সঞ্জীবের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, সঞ্জীবের ২৩ জানুয়ারি কাজে যোগ দেওয়ার কথা ছিল। সঞ্জীব তাঁর কাছে কোনও অভিযোগ নিয়েও আসেননি।

বার্মা আরও বলেছেন, বদলি নিয়েই যত সমস্যা সঞ্জীবের। রোটেশনের ভিত্তিতেই তাঁকে রঙ্গা রেড্ডিতে বদলি করা হয়েছে।

সিআরপিএফ আধিকারিকরা বলেছেন, সঞ্জীবের ব্যক্তিগত সমস্যার কথা মাথায় রেখেই তাঁ প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছে। এখন তারই সুযোগ নিচ্ছেন ওই জওয়ান।