বাজি-পটকা ফাটিয়ে আহত সিআরপিএফ জওয়ানের বাড়িতে বিজেপি বিধায়ক, ভাগিয়ে দিলেন মা
ABP Ananda, web desk | 01 May 2017 05:03 PM (IST)
বুলন্দশহর: বাজিপটকা ফাটিয়ে দলবল সঙ্গে নিয়ে ছত্তিশগঢ়ের সুকমায় মাওবাদী হামলায় আহত সিআরপিএফ জওয়ানের বাড়িতে গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক। কিন্তু জওয়ানের মা সঙ্গে সঙ্গে ওই বিধায়ককে বাড়ি থেকে ভাগিয়ে দিলেন। সিকান্দ্রাবাদে বিজেপির ওই বিধায়কের নাম বিমলা সোলাঙ্গি। গতকাল রাত নটা নাগাদ দলবল নিয়ে চন্দ্রপুরায় জখম জওয়ান শের মহম্মদের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।সঙ্গের লোকজন তখন দেদার বাজিপটকা ফাটাচ্ছিলেন। সোলাঙ্কি জানিয়েছেন, এত রাতে বাড়িতে আসার জন্য শের মহম্মদের মা ফারিদান তাঁকে তিরস্কার করে ফিরিয়ে দিয়েছেন। বিধায়ক আরও বলেছেন, শের মহম্মদকে পুরস্কৃত করার জন্য আর্জি জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি লিখবেন।