ছত্তিশগড়ে ৭ কিমি রাস্তা কাঁধে বহন করে অসুস্থ আদিবাসী মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠালেন সিআরপিএফ জওয়ানরা
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2017 04:10 PM (IST)
রায়পুর: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ায় অসুস্থ আদিবাসী মহিলাকে অস্থায়ী স্ট্রেচারে কাঁধে করে ৭ কিমি রাস্তা পায়ে হেঁটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল সিআরপিএফ।
জনৈক সিআরপিএফ অফিসার জানান, গতকাল কাটেকল্যাণ এলাকায় মাওবাদী মোকাবিলা অভিযান সেরে ফেরার পথে ১৯৫ ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ানদের নজরে পড়ে, নায়নার গ্রামের রাস্তায় পড়ে আছেন বছর চল্লিশের ওই মহিলা।
কোশি নামে ওই মহিলা, জওয়ানরা খোঁজখবর করলে দুর্বল গলায় শুধু জানান, তাঁর ধুম জ্বর হয়েছে। স্বামী, আত্মীয়স্বজন, সবাই বাড়ির বাইরে। সঙ্গে রয়েছে শুধু বাচ্চাকাচ্চারা। ওদের একটি আবার মাত্র দু মাসের। বাচ্চাগুলো কান্নাকাটি করছিল।
কিন্তু গ্রামটি পাহাড়ে ঘেরা হওয়ার ফলে হেলিকপ্টারে মহিলাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। বাইরের দুনিয়ার সঙ্গে গ্রামের সংযোগকারী একমাত্র রাস্তাটিও মাওবাদীরাও ভেঙে দেওয়ায় অ্যাম্বুলেন্সও ডাকা যায়নি।
সঙ্গে সঙ্গে জওয়ানরা বাঁশ, দড়ি দিয়ে স্ট্রেচার বানিয়ে ওই মহিলা ও দুধের বাচ্চাটিকে তাতে তুলে পায়ে হেঁটে পাহাড়, নদী পেরিয়ে গাতাম গ্রামে পৌঁছান। সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে পাঠানো হয় প্রাথমিক কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে দুজনের চিকিত্সা চলছে।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে শুধুমাত্র মাওবাদী দমনেই নামানো হয়েছে সিআরপিএফকে। বস্তারে তাদের তিনটি ফিল্ড হাসপাতালে জওয়ানদের পাশাপাশি স্থানীয় মানুষেরও চিকিত্সা হয়। তিনটি রয়েছে সুকমায়, একটি বিজাপুরে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -