জম্মু ও কাশ্মীরে মাইন-নিরোধক গাড়ি ফিরিয়ে আনছে সিআরপিএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2016 11:38 AM (IST)
নয়াদিল্লি: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জের। মাওবাদী প্রভাবিত এলাকা থেকে এবার থেকে ছ’টি মাইন নিরোধক গাড়ি (মাইন প্রোটেকটেড ভেহিকল বা এমপিভি) কাশ্মীরে নিয়ে এল সিআরপিএফ। গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় সিআরপিএফ বাহিনীকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। এরপরই কাশ্মীরে মাইন নিরোধক গাড়ির ব্যবহার কমিয়ে এনে, সেগুলিতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করতে শুরু করে সিআরপিএফ। কয়েক বছর আগে, কাশ্মীর থেকে প্রায় ৫০টি এমপিভি-কে বিভিন্ন মাওবাদী-অধ্যুষিত রাজ্যে পাঠানো হয়েছিল। এখন মাওবাদী-সমস্যা অনেকটাই কমে যাওয়ায় এবং গতকাল পুলওয়ামার পাম্পোরে সিআরপিএফ-এর বাসে আত্মঘাতী জঙ্গি হামলার পর, ফের কাশ্মীরে ফিরিয়ে আনা হল মাইক নিরোধক গাড়ি। বাহিনীর ডিজি কে দূর্গাপ্রসাদের মতে, সাম্প্রতিকালে জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক হামলা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এই গাড়িগুলি কাজে দেবে। একইসঙ্গে, বাহিনীর যাতায়াত এবং ভিআইপি কনভয়কে নিরাপত্তা দেওয়ার কাজও সহজ হবে।