কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ সাব ইন্সপেক্টর, আহত ২ কনস্টেবল
Web Desk, ABP Ananda | 24 Jun 2017 09:17 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
শ্রীনগর: কাশ্মীরে ফের জঙ্গি হানা। শনিবার শ্রীনগরের পন্থ চকে সিআরপিএফ-এর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় সাব ইন্সপেক্টর সাহিব শুক্লর। তাঁর গাড়ির চালক কনস্টেবল নিসার আহমেদ জখম হয়েছেন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অসমর্থিত সূত্রে অবশ্য খবর, এই হামলায় দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে এবং লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করেছে। সিআরপিএফ সূত্রে খবর, শনিবার বিকেল ৫.৫০ মিনিট নাগাদ হামলা চালায় জঙ্গিরা। সেই সময় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে গাড়ির ভিতরেই বসেছিলেন নিহত সাব ইন্সপেক্টর ও কনস্টেবল। তাঁরা রাস্তা খোলার কাজ তদারক করছিলেন। সেই সময়ই তাঁদের উপর হামলা চলানো হয়। অন্যদিকে, নিজেরই রাইফেল থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যাওয়ায় পায়ে আঘাত পান অপর এক কনস্টেবল। জঙ্গি হামলার পরেই ফের শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সিআরপিএফ-এর এডিজি এস এন শ্রীবাস্তব বলেছেন, এই ধরনের কাপুরুষোচিত হামলায় বাহিনীর মনোবল ধাক্কা খাবে না। বরং, জওয়ানদের মনোবল বাড়বে। এই হামলার পিছনে যারা রয়েছে, তাদের খুঁজে বার করা হবে। তারপর এই হামলার যোগ্য জবাব দেবে সিআরপিএফ। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গলদ নেই।