নয়াদিল্লি:  কাশ্মীরে পেলেট গান ব্যবহারে প্রচলিত নীতি-পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) কী, জানাতে রাজি নয় সিআরপিএফ। জম্মু ও কাশ্মীরে পেলেট গান ব্যবহার ঘিরে প্রবল বিতর্ক মাথাচাড়া দিয়েছিল কিছুদিন আগে। অভিযোগ, হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠা জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ-প্রতিবাদ মোকাবিলায় পেলেট গানের ছররার ঘায়ে বহু যুবক জখম হয়েছে, তাদের অনেকেই চিরকালের মতো দৃষ্টিশক্তি হারিয়েছে।


বেঙ্কটেশ নায়েক নামে জনৈক মানবাধিকার কর্মী তথ্য জানার অধিকার আইনে জানতে চান,  পেলেট গান ব্যবহারের ক্ষেত্রে এসওপি কী। ২০১৬-র ১ জুলাই থেকে এ পর্যন্ত কত বুলেট ছোঁড়া হয়েছে এবং কোন পদের, কতজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। কিন্তু সেন্ট্রাল পাবলিক ইনফর্মেশন অফিসার আবেদনকারীকে জবাবে বলেন, পেলেট গান ব্যবহারে মানবাধিকার লঙ্ঘন হয়নি। যাবতীয় তথ্য থেকে দুর্নীতির অভিযোগও ওঠেনি। উপরন্তু আপনার আবেদনেও এমন কোনও অভিযোগ নেই। তাই এই দপ্তর ২০০৫-এর তথ্য জানার অধিকার আইনে কোনও তথ্য প্রকাশ করতে দায়বদ্ধ নয়।


পাল্টা ওই মানবাধিকার কর্মীর বক্তব্য, অপারেশনের পদ্ধতি (এসওপি) গোপন রেখে দেওয়া হলে কী করে ঘটনাস্থলে জখম হওয়া লোকজন বুঝবেন, সিআরপিএফ জওয়ানদের আচরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে কিনা। কীসের ভিত্তিতে ক্ষতিপূরণ চাইবেন তাঁরা, যে নিরাপত্তাকর্মীরা তাঁদের আঘাত দিলেন, কী করে তাঁদের দায়ী করে ব্যবস্থা গ্রহণের দাবি করবেন?