শিগগিরই উপত্যকায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তার আগে গতকাল শ্রীনগরের নওহাট্টা এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, এক অফিসারকে নামিয়ে ছাউনিতে ফিরছিল সিআরপির ওই গাড়িটি। রাস্তায় সেটিকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। যে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, পাথরবাজরা চলন্ত গাড়িটিতে ওঠার চেষ্টা করছে, গাড়ির চালক চেষ্টা করছেন, কোনওমতে বেরিয়ে আসতে।
[embed]https://twitter.com/TejinderSsodhi/status/1002612984185647104[/embed]
আর একটি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ির ওপর খুব কাছ থেকে বৃষ্টির মত পড়ছে পাথর, ইটপাটকেল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়ে গিয়েছে।
এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তীব্র সমালোচনা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি টুইট করেছেন, আগে ওরা জিপের সামনে মানুষকে বেঁধেছিল আর এখন প্রতিবাদীদের ওপর দিয়ে গাড়িই চালিয়ে দিচ্ছে।
[embed]https://twitter.com/OmarAbdullah/status/1002594583807750145[/embed]
যদিও জম্মু কাশ্মীর পুলিশ টুইট করে বলেছে, বিশেষ একটি ছবি পোস্ট করে যা প্রমাণ করার চেষ্টা করছে তা সম্পূর্ণ ঘটনা নয়। ঘটনার আরও ভিডিও ও ছবি পোস্ট করেছে তারা, তাতে দেখা যাচ্ছে, সিআরপির গাড়ির ওপর উত্তেজিত জনতা কীভাবে হামলা চালিয়েছিল।
[embed]https://twitter.com/JmuKmrPolice/status/1002613833372856320[/embed]