নয়াদিল্লি: এবার হোলি খেলছেন না সিআরপিএফ জওয়ানরা। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী বামলায় ১২ জনওয়ানের মৃত্যুর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আইটিবিপি জওয়ানরাও একই কথা জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও এবার হোলি খেলছেন না। ১২ জওয়ানের শহিদ হওয়া ও তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উৎসবের ঠিক আগে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তের ১২টি পরিবারে হাসি নিভে গেল, সে জন্য তিনি শোকগ্রস্ত বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
১১ তারিখ সকাল সোয়া নটা নাগাদ মাওবাদী অধ্যুষিত সুকমায় সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটেলিয়নের একটি দল নির্মীয়মাণ রাস্তায় টহল দিচ্ছিল। সে সময় তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায় মাওবাদীরা। তাতে শহিদ হন ১২জন জওয়ান।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে ভেজ্জি পুলিশ স্টেশনের কোট্টাচেরু গ্রামের কাছে ঘন জঙ্গলে ঘটে এই হামলা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহিদদের আত্মবলিদান বিফলে যাবে না। শহিদ জওয়ানদের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্য যাতে মোট এক কোটি টাকার কম না হয় তা নিশ্চিত করা হয়েছে।
সুকমায় মাও হানায় ১২ জওয়ানের মৃত্যু; এবার হোলি খেলবে না সিআরপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2017 08:57 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -