রায়পুর: ছত্তিসগড়ে (Chhattisgarh) মাওবাদীদের (Maoist) পাতা আইইডি বিস্ফোরণে (IED Blast) মারা গেলেন সিআরপিএফ (CRPF)-এর কোবরা ব্যাটালিয়নের (CoBRA battalion) এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট (CoBRA Assistant Commandant)। আহত হয়েছেন আরও ৯ জওয়ান।


ঘটনাটি শনিবার ঘটেছে সুকমা জেলার তাদমেতলা অঞ্চলে। জানা গিয়েছে, নিহত কমান্ডান্টের নাম নিতিন পি ভালেরাও। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে সেখান থেকে এয়ার-লিফ্ট করে নিয়ে আসা হয়।


ছত্তিসগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) পি সুন্দররাজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে চিন্তলনার জঙ্গলে যৌথ তল্লাশি চালাচ্ছিল সিআরপি-র ২০৬ নম্বর কোবরা ব্যাটালিয়ন ও রাজ্য সশস্ত্র পুলিশের জওয়ানদের নিয়ে গঠিত যৌথ বাহিনী।


রাত ৯টা নাগাদ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণ ঘটে। জখম হন ওই কমান্ডান্ট সহ ১০ জন। কমান্ডান্ট সহ আহত জওয়ানদের মধ্যরাতে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় রায়পুরে। সেখানে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।


সিআরপি-র তরফে জানানো হয়েছে, ওই কমান্ডান্ট মারাত্মক জখম হন। তাঁকে বাঁচানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বাকি জখমদের তালিকায় রয়েছেন সেকেন্ড-ইন-কমান্ড পদমর্যাদার অফিসারও।


আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে, হেলিকপ্টার করে কয়েকজনকে রায়পুর, বাকিদের চিন্তালনারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।