নয়াদিল্লি: বিটকয়েন সমেত যে কোনও ধরনের গুপ্ত মুদ্রার ব্যবহার বেআইনি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানালেন, এই ধরনের মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করতে সবরকম ব্যবস্থাগ্রহণ করা হবে।


বৃহস্পতিবার, সংসদে ২০১৮-১৯ কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে জেটলি বলেন, ক্রিপ্টো কারেন্সিকে বৈধ মুদ্রা হিসেবে গণ্য করে না সরকার। এধরনের মুদ্রার ব্যবহার বন্ধ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।


গতবছর, সংসদে জেটলি জানিয়েছিলেন, ভারতে ভার্চুয়াল কারেন্সি নিয়ন্ত্রণে কোনও বিধি নেই। একইভাবে, এধরনের মুদ্রা ব্যবহার করতে রিজার্ভ ব্যাঙ্ক কোনও সংস্থা বা ব্যক্তিকে ছাড়পত্রও দেয়নি।


অর্থমন্ত্রী জানান, ভার্চুয়াল কারেন্সির ব্যবহার বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগপ্রকাশ করা হয়। এরপরই, ক্রিপ্টো কারেন্সির মোকাবিলা করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রের অর্থনীতি-বিষয়ক দফতর।


ওই কমিটিতে দফতরের প্রতিনিধি ছাড়াও ফিনান্সিয়াল সার্ভিসেস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক, নীতি আয়োগ এবং এসবিআই-এর প্রতিনিধিরাও রয়েছেন। সম্প্রতি, রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি। বর্তমানে তা বিবেচনাধীন।