জম্মু: জম্মু ও কাশ্মীরের বিজেপি সম্পাদক অনিল পারিহর ও তাঁর ভাই অজিতকে গুলি করে খুন করল সন্দেহভাজন জঙ্গিরা। সূত্রের খবর, অজিতের একটি দোকান আছে। সেখান থেকে বাড়ি ফেরার সময়ই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনার জেরে উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কিশতওয়ার জেলায় কার্ফু জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা তলব করা হয়েছে। ডিভিশনাল কমিশনার (জম্মু) সঞ্জীব বর্মা জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রবীন্দ্র রায়না জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কিশতওয়ারে অনিল পারিহর ও তাঁর ভাইকে গুলি করে জঙ্গিরা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।’ জম্মু ও কাশ্মীরের বিজেপি সাধারণ সম্পাদক অশোক কউল এই ঘটনার নিন্দা করছেন। তিনি হত্যাকারীদের সাজার দাবি জানিয়েছেন। সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামি, রাজ্য কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর, ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি দেবেন্দ্র সিংহ রানা এই হত্যার নিন্দা করছেন।