ভদ্রক (ওড়িশা): সোশ্যাল মিডিয়ায় দেবদেবীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগকে ঘিরে ওড়িশার ভদ্রক জেলায় গত কয়েকদিন ধরে চলা অশান্ত পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
শিথিল করা হয়েছে কারফিউ। তবে, সোশ্যাল মিডিয়ার ওপর এখনও প্রতিবন্ধকতা জারি রয়েছে। গত শুক্রবার কারফিউ জারি হয়েছিল। এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত তা শিথিল করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সোশ্যাল মিডিয়ায় দেবদেবীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগকে ঘিরে অসন্তোষ ছড়ায় ভদ্রকে। যারা ওই পোস্ট করেছে, অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি নিয়ে টাউন থানার সামনে বিক্ষোভ দেখায় একটি গোষ্ঠী। এরপরই সেখানে হিংসা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সেখানে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। নামানো হয় র্যাফ ও সিআরপিএফ। শহরের বিভিন্ন সংবেদনশীল জায়গায় তারা ফ্ল্যাগ মার্চ করে।
গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করতে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখাকে নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যসচিব এ পি পাধি। পুলিশের একটি দল ভদ্রকে তদন্তের স্বার্থে পৌঁছেছেন।
পাশাপাশি, রাজ্যের সাইবার সেলও খোঁজ চালানোর চেষ্টা চালাচ্ছে, কে বা কারা সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছে। এখনও পর্যন্ত ৮টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০ জনকে।