বারাণসী: ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের জেরে লোকের হাতে এমনিতেই নগদ কম। নোটের অভাবে ভোগান্তির শিকার মানুষ। অ্যাকাউন্টে টাকা থাকলেও তা প্রয়োজন মতো তোলা যাচ্ছে না। এই সময় শুভ অনুষ্ঠানে যাতে নোট-সমস্যায় পড়তে না হয়, তাই ডিজিট্যাল লেনদেনের জন্য এগিয়ে এলেন বারাণসীর বৃহন্নলারা। সাধারণ মানুষের সুবিধার্থে বাড়ি বাড়ি সোয়াইপ মেশিন নিয়ে যাচ্ছেন তাঁরা।
বিয়ে কিংবা বাড়িতে সন্তান জন্ম নিলে আশীর্বাদ করতে যান তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো। মঙ্গল কামনায় গান বাজনা করেন। বিনিময়ে নেন অর্থ। কিন্তু বিয়ের মরশুমে বাতিল নোট নিচ্ছেন না তাঁরাও। তবে তাঁদের জন্য যাতে বাড়ির লোকজনদের হয়রান না হতে হয়, সেদিকেও নজর দিয়েছেন তাঁরা।
পিঙ্কি নামে এক বৃহন্নলা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কাজ করেছেন। সাধারণ মানুষের ভালো হবে এতে। এখন সাময়িক সমস্যা হলেও আদপে সবার ভালোই হবে। আরও বলেন, যাঁদের কাছে নগদ থাকে, তাঁরা নগদ দেন। কিন্তু যাতে সমস্যা না হয়, তাই সোয়াইপ মেশিনও রাখি আমরা। অনেক গরিব মানুষের কাছে এটিএম কার্ড থাকে না, তাঁরা খুশি হয়ে যা দেন, তা-ই নেওয়া হয়।
নোট বাতিল: বারাণসীতে সোয়াইপ করে টাকা নিচ্ছেন বৃহন্নলারা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2016 01:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -