পানাজি:  কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত জোর ধাক্কা দিয়েছে সন্ত্রাসবাদে ব্যবহৃত অর্থের উৎসে, মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের। নোট বাতিল কার্যত জঙ্গি সংগঠনগুলোতে টাকা যোগান থামিয়ে দিয়েছে। এদিকে গোয়ায় রবিবার মোদীর তাঁর বক্তব্যে জানিয়েছেন কালো টাকার বিরুদ্ধে তাঁর সরকারের এই লড়াই চলবে।


মোদী গোয়া গিয়েছিলেন বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে যেমন মোপায় গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করেন। এছাড়া তুয়েমে ইলেক্ট্রনিক সিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গোয়ায় বক্তব্য রাখতে গিয়ে মোদী তাঁর এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করা বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, আগামীদিনে কালো টাকা, জাল নোট প্রতিরোধে আরও অনেক সাহসী পদক্ষেপ নেবে তাঁর সরকার। গত মঙ্গলবার এক জরুরি বৈঠকে মোদী হঠাত্ই ঘোষণা করেন সেদিনই মধ্যরাত থেকে বাজার চলতি সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাবে।