নয়াদিল্লি ও কলকাতা: নোট বাতিলের প্রতিবাদে মোদী সরকারের উপর চাপ তৈরি করতে এবার দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা শুরু হচ্ছে দিল্লি থেকে। তারপর একে একে উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব।




সোমবার মুখ্যমন্ত্রী বলেন, কাল দিল্লি যাচ্ছি। পরশু যন্তর-মন্তরের জন্য অনুমতি নেওয়া হয়েছে। ২৯ তারিখ লখনউ যাব। তারপর বিহার, পঞ্জাব। জনতার আন্দোলন, জনগণের মধ্যে ছড়িয়ে দেব। যতক্ষণ না মানুষ বিচার পাচ্ছে।




মোদী সরকার এ মাসের আট তারিখ নোট বাতিলের কথা ঘোষণা করার পর থেকেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে গিয়ে দিয়েছেন। বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। দিল্লিতে বসেই হুঁশিয়ারির সুরে মোদী সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মমতা। বলেন, তিন দিন সময় দিলাম, তার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করুন। না হলে, আমরা এখনও বেঁচে আছি।




মঙ্গলবার দিল্লি গিয়ে ফের এরবার বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টায় যে তিনি নামবেন, তাও পরিষ্কার করে দিয়েছেন মমতা। বলেন, এটা ছোট ইস্যু নয় যে একলা চলব। সবাইকে একজোট করতে হবে। তিনটে দল সঙ্গেই আছে। সবাইকে আহ্বান জানাচ্ছি।




এ দিন ফোনে বেশ কয়েকটি বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে কথাও বলেন তৃণমূলনেত্রী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। খোঁচা দিয়েছে কংগ্রেস-সিপিএমও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কটাক্ষ, নিজের রাজ্যের কালো টাকা বার করতে পারছেন না কেন মমতা। অন্যদিকে, সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেন, বিজেপির দ্বাদশ খেলোয়াড় হিসাবে খেলছেন মমতা।