নয়াদিল্লি: বিজেপি জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষপাতী। তাদের দাবি, জম্মু ও কাশ্মীরকে ভারতের মূল স্রোতে ফেরাতে হলে বাতিল করতে হবে ওই অনুচ্ছেদ।এই দাবি রয়েছে তাদের রাজনৈতিক কর্মসূচিতেও। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির জানিয়ে দিলেন, ৩৭০ ধারা বাতিলের কোনও প্রস্তাব এখন সরকারের বিবেচনায় নেই। হরিয়ানার কার্নালের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করতে সরকার দায়বদ্ধ কিনা জানতে চেয়েছেন। বর্তমানে অনুচ্ছেদটি কী অবস্থায় রয়েছে, তা বাতিলের পদ্ধতিই বা কী, সেই লিখিত প্রশ্নও করেন তিনি। আহির এক লাইনের উত্তরে বলেন, এমন কোনও প্রস্তাব নিয়ে এখন সরকার ভাবছে না। জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপির সঙ্গে জোট সরকার চালাচ্ছে বিজেপি। ২০১৫ সালে পিডিপির সঙ্গে তাদের যে সমঝোতা এজেন্ডা তৈরি হয়, সেখানেও ৩৭০ ধারা বাতিলের বিষয়টি নেই। এদিন সংসদে কেন্দ্রের দূত দিনেশ্বর শর্মার কাশ্মীরে হিংসা সংক্রান্ত বিবৃতির ব্যাপারে কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও গৌরব গগৈয়ের প্রশ্নের উত্তরে আহির জানান, শর্মা সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে সীমান্ত এলাকাগুলি পরিদর্শন করেন, সেখানকার বাসিন্দাদের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের সুপারিশও করেন। তার মধ্যে রয়েছে বাসিন্দাদের অন্যত্র সরানো ও বাঙ্কার তৈরি। আহির বলেন, সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী, হিংসার পথ পরিহার করা সমাজের সব অংশের সঙ্গে কথা বলতেও আগ্রহী। সেখানকার যুবকদের মূলস্রোতে ফেরানোর জন্য পলিসি গ্রহণেও উত্সাহ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে যুবকদের কাজের ব্যবস্থা করে দেওয়া যাতে তাদের সন্ত্রাসবাদের রাস্তা থেকে সরিয়ে আনা সম্ভব হয়।