মলদ্বারে লুকিয়ে ৯৩৪ গ্রাম সোনা পাচারের চেষ্টা , বিমানবন্দরে গ্রেফতার যাত্রী
ABP Ananda, web desk | 20 Nov 2017 07:06 PM (IST)
নয়াদিল্লি: বিমানবন্দর দিয়ে সোনা পাচার করতে দুষ্কৃতীরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বনের চেষ্টা করে। দিল্লি বিমানবন্দরে এবার এক ভারতীয়র মলদ্বারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হয়ে গেল শুল্ক বিভাগের আধিকারিকদের তত্পরতায়। গতকাল দুবাই থেকে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর ওই যাত্রীকে পাকড়াও করেন শুল্ক বিভাগের আধিকারিকরা। ওই যাত্রীর ব্যাগবাগেজ ও শরীর তল্লাশি করা হয়। শেষপর্যন্ত উদ্ধার করা হয় ৯৩৪ গ্রাম ওজনের আটটি সোনার বার। সেগুলি ওই যাত্রীর মলদ্বারে লুকানো ছিল। ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং সোনার বারগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।