নয়াদিল্লি: সীমান্তপার সন্ত্রাস যতদিন না বন্ধ হচ্ছে, ততদিন পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ডাক দিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর।  তিনি বলেন, আমি এই মূহূর্তের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা ভাবতেই পারব না। খেলার চেয়ে ভারতীয়দের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ।


গম্ভীরের মতে, খেলা ও রাজনীতিকে আলাদা করে দেখা উচিত—জাতীয় মন্তব্য করার আগে প্রত্যেক ভারতীয়র উচিত একজন সেনাকর্মীর চোখ দিয়ে বিষয়টিকে দেখা। অনেকে তাঁদের ছেলেকে হারিয়েছে, আবার কেউ তাঁদের বাবা, স্বামীকে হারিয়েছে। এই বাঁ-হাতি ব্যাটসম্যান আরও বলেন, আমি মনে করি যতক্ষণ না সীমান্তপার সন্ত্রাস বন্ধ হচ্ছে, ততদিন পাকিস্তানের সঙ্গে কোনওপ্রকার সম্পর্ক রাখাটাই অনুচিত।

তিনি যোগ করেন, ক্রিকেট বা বলিউডের সঙ্গে রাজনীতির তুলনা টানা উচিত নয়—বাতানুকূল ঘরে বসে এসব মন্তব্য তারাই করতে পারে যারা নিজেদের ভারতীয় বলে মনে করে না, বা ভারতীয়দের দেশবাসী বলে মানে না। ৩৫ বছরের গম্ভীরের মতে, যতদিন না দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, বাকি সব কিছু পেছনের সারিতে রাখা উচিত।

বস্তুত, গম্ভীর প্রথম ভারতীয় ক্রিকেটার নন, যিনি পাকিস্তান প্রসঙ্গে এমন উক্তি করলেন। এর আগে টেস্ট অধিনায়ক বিরাট কোহলি উরি হামলার নিন্দা করেছিলেন। এমনকী, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারতীয় ক্রিকেট দল। ২০০৯ সালের জানুয়ারি মাসে পাক সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু, মুম্বই হামলার প্রেক্ষিতে সেই সফর বাতিল হয়। এরপর ২০১২ সালের মার্চ-এপ্রিল মাসেও পাক সফরে যাওয়ার কথা হয়েছিল ভারতীয় দলের। কিন্তু, সফরকে অনুমোদন দিতে অস্বীকার করে কেন্দ্র।