ট্রেন্ডিং

DA নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া, কী বললেন মুখ্যমন্ত্রী ?

বিলাসবহুল জীবনযাত্রা, ঘনঘন পাকিস্তান ভ্রমণ, জ্যোতির পিছনে টাকা ঢালত কে? কেন সে ভরসার পাত্রী?

ব্লগার, সিকিউরিটি গার্ড, ব্যবসায়ী, পড়ুয়া- পাকিস্তানের হয়ে ভারতে বসে 'স্পাই'য়ের কাজ করছিল এরা!

'কুমিরের কান্না', কর্নেল কুরেশিকে নিয়ে কুকথায় ক্ষমাপ্রার্থনা মধ্যপ্রদেশের মন্ত্রীর; গ্রহণ করল না সুপ্রিম কোর্ট; SIT গঠন

ভারতে নিষেধাজ্ঞা সত্ত্বেও স্যাটেলাইট ফোন রেখেছিলেন, আমেরিকার চিকিৎসককে বিমানে উঠতে বাধা পুদুচেরি বিমানবন্দরে
ফোনে কথা বলার সময়ই পড়ল বাজ! কানে মোবাইল অবস্থাতেই মর্মান্তিক মৃত্যু
Live Updates: ওয়ার্কিং কমিটিতে দিনভর নাটকের পর সনিয়াতেই ভরসা কংগ্রেসের, থাকছেন অন্তর্বর্তী সভানেত্রী পদে, খবর সূ্ত্রের
কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর। এই পরিস্থিতিতে দিল্লিতে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়া দলের অন্তর্বতী সভাপতির পদ ছাড়তে ইচ্ছাপ্রকাশ করার পরে কংগ্রেসের একাংশ গাঁধী পরিবারের উপরেই ভরসা রাখতে চান।
Continues below advertisement
LIVE

Background
নয়াদিল্লি: কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সনিয়া গাঁধীর। এই পরিস্থিতিতে দিল্লিতে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়া দলের অন্তর্বতী সভাপতির পদ ছাড়তে ইচ্ছাপ্রকাশ করার পরে কংগ্রেসের একাংশ গাঁধী পরিবারের উপরেই ভরসা রাখতে চান। তাঁরা চান, সনিয়া বা রাহুলই দায়িত্বে থাকুন। এই তালিকায় রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, লোকসভার দলনেতা অধীর চৌধুরীর মতো নেতারা। কিছুদিন আগে বিগত ইউপিএ সরকারের মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মিলিয়ে ২৩ জন কংগ্রেস নেতা সনিয়াকে চিঠি লিখে কার্যত দল পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন।
Continues below advertisement
18:07 PM (IST) • 24 Aug 2020
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী থাকছেন সনিয়াই।দিনভর নাটকের পরেও সনিয়াতেই ভরসা কংগ্রেসের, খবর সূত্রের
14:05 PM (IST) • 24 Aug 2020
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীকে লেখা চিঠি নিয়ে আলোচনা হয়। বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ এ ব্যাপারে অসন্তোষ ব্যক্ত করেন। গুলাম নবি আজাদ ইস্তফার ইচ্ছের কথা জানিয়েছেন।
14:02 PM (IST) • 24 Aug 2020
চিঠি লেখা নিয়ে রাহুল গাঁধীর বক্তব্যের পর কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, যদি তিনি কোনওভাবে বিজেপির সঙ্গে হাত মেলান, তাহলে তিনি ইস্তফা দেবেন।
13:54 PM (IST) • 24 Aug 2020
পরে সিব্বল বলেন, রাহুল তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তাঁর বক্তব্য হিসেবে যা উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। এ জন্য আমার ট্যুইট প্রত্যাহার করছি।
13:45 PM (IST) • 24 Aug 2020
রাহুল গাঁধীর বক্তব্যের জবাবে কপিল সিব্বল বলেছেন, রাহুল গাঁধী বলছেন যে, বিজেপির সঙ্গে আমাদের যোগসাজশ রয়েছে। কিন্তু গত ৩০ বছরে আমরা কখনও বিজেপির পক্ষে কোনও বিবৃতি দিইনি।
13:31 PM (IST) • 24 Aug 2020
রাহুল গাঁধী সনিয়াকে পত্রলেখকদের একহাত নিলেন রাহুল গাঁধী। ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি বলেছেন, সনিয়া অন্তর্বর্তী সভাপতি হতে চাননি। কিন্তু এরপরও সেই দায়িত্ব নিয়েছিলেন। এমনিতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বলেছেন, এমন একটা সময়ে এ ধরনের প্রশ্ন ওঠা কি উচিত?
13:11 PM (IST) • 24 Aug 2020
ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই পদ ছাড়ার প্রস্তাব সনিয়ার।
অন্তর্বর্তী সভানেত্রীর পদ থেকে চাইলেন অব্যাহতি। পদত্যাগ না করতে সনিয়াকে অনুরোধ মনমোহনের।‘অব্যাহতি চাই, সভাপতি নির্বাচন করুক দল।ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সনিয়া’।
সূত্রের রাহুলকে সভাপতি হতে অনুরোধ অ্যন্টনির।
অন্তর্বর্তী সভানেত্রীর পদ থেকে চাইলেন অব্যাহতি। পদত্যাগ না করতে সনিয়াকে অনুরোধ মনমোহনের।‘অব্যাহতি চাই, সভাপতি নির্বাচন করুক দল।ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সনিয়া’।
সূত্রের রাহুলকে সভাপতি হতে অনুরোধ অ্যন্টনির।
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ