নয়াদিল্লি: চিনের হ্যাকারদের থেকে সাবধান থাকতে কেন্দ্রের সব মন্ত্রককে বার্তা পাঠাল সরকারের সাইবার সেল। চিনা হ্যাকাররা ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার (এনআইসি) পরিচালিত সিস্টেমে হানা দিয়ে তাকে অকেজো করে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে, এমনই বলা হয়েছে সতর্ক-বার্তায়। সব মন্ত্রকের সরকারি কাজে ব্যবহৃত কম্পিউটারে কড়া নজর রাখতে বলেছে ওই সেল।
সরকারি সূত্রে বলা হয়েছে, সম্প্রতি প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ মন্ত্রকের এক ডেপুটি সচিবের সরকারি কম্পিউটারে আচমকা কিছু ‘অস্বাভাবিক ক্রিয়াকলাপ’ নজরে আসে। তখনই চিনা হ্যাকারদের তত্পরতার বিষয়টি জানাজানি হয়। ফরম্যাট করা হয় কম্পিউটারটি। পরে একই মেশিন বিশ্লেষণ (Random Analyis) করে দেখা যায়, ফের ওই অফিসারের সিস্টেমটি কোনও এক ইন্টারনেট প্রোটোকল (আইপি) অ্যাড্রেস থেকে খোলার চেষ্টা করা হয়েছে। আইপি অ্যাড্রেসটি চিনের।
ওই হ্যাকার এনআইসি-র তত্ত্বাবধান, তদারকি করা সিস্টেমে হানা দিতে আরেকটি অফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে। প্রসঙ্গত, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত পরিকাঠামোর ব্যবস্থা করে এনআইসি।
প্রায় এক সপ্তাহ ধরে সাইবার বিশেষজ্ঞরা আরচিন ট্র্যাকিং মডিউল (ইউটিএম) বিশ্লেষণ করে দেখেন, ৩৩টি সরকারি কম্পিউটারে হ্যাক করে ঢোকার চেষ্টা করছে চিনা হ্যাকাররা। এগুলির মধ্যে ৬টি কম্পিউটার বিদেশ মন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রকের একটি কম্পিউটারও আছে। ইউটিএম হল একটি কোড যা কোনও কম্পিউটার ব্যবহারকারীর ইউআরএলে লাগিয়ে বোঝা যায়, কেউ তার মেশিন হ্যাক করার চেষ্টা করছে কিনা। হ্যাকিংয়ের উত্স চিহ্নিত করা যায়।
উদ্বেগের আরও একটি ব্যাপার হল, অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু দেখা যায়, ৩৩টি কম্পিউটারের মধ্যে ১৯টি-তে এমন কোনও সফটওয়্যার নেই।
হানা দেওয়ার চেষ্টা চিনা হ্যাকারদের, কেন্দ্রকে সাবধান করল সাইবার সেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2016 03:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -