তিরুঅনন্তপুরম: চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। বুরেভি (Burevi) ক্রমশ এগিয়ে আসায় কেরল (Kerala) জুড়ে জারি করা হয়েছে সর্তকতা। কিছুদিন আগেই নিভারের (Nivar) ধাক্কায় কেঁপেছিল তামিলনাড়ু (Tamil Nadu), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)।

নিভারের পর বুরেভির প্রকোপে তামিলনাড়ুর পড়ার আশঙ্কা থাকলেও বেশি চিন্তা কেরল নিয়ে। কারণ ঘূর্ণিঝড়ের বয়ে যাওয়ার কথা তিরুঅনন্তপুরমের কাছ দিয়ে। রাজ্যের সাত জেলায় তাই আগামী ৭২ ঘণ্টার জন্য জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

শ্রীলঙ্কার উত্তর পশ্চিম অংশে প্রথম আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় বুরেভির। যার ফলে শুরু হয়ে যাবে তুমুল বৃষ্টি। তারপর ভারতের ভূখণ্ড দিয়ে অতিক্রম করার সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার।

ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন বলেই জানান কেরলের মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে সমুদ্রঘেঁষা প্রায় ৭০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে কেরল সরকার। মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে পাড়ি দিতে। পাশাপাশি প্রায় ২৫০০ ত্রাণ শিবিরও গঠন করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের।

কেরলে পৌঁছে গিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (NDRF) আটটি দল। তামিলনাড়ুর কোয়েম্বত্তুরের সুলুর এয়ারবেসে প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীকেও। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে আশঙ্কা থাকছে সমুদ্রের জলোচ্ছ্বাসেরও।