চেন্নাই:  চেন্নাইয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ভরদা। আবহাওয়া দফতরের সতর্কতা ঘন্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়বে এই ঝড়। তামিলনাড়ুর চার জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষকে সাবধান করতে আবহাওয়া দফতরের তরফে দশ সতর্কবার্তা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেব সেই সতর্কবার্তা
  • সাধারণ মানুষকে আজ অকারণে বাইরে যেতে নিষেধ করেছে প্রশাসন। প্রশাসনের তরফে যতক্ষণ না পরিস্থিতি নিরাপদ ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ বাইরে যত কম যাওয়া যায় ততই ভাল।
  • হঠাত্ করে কোনও গুজব ছড়ালে, আগে তথ্য যাচাই না করে কোনও পদক্ষেপ নিতে নিষেধ করেছে প্রশাসন।
  • নীচু এলাকা ও উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সেখান থেকে যতক্ষণ না প্রশাসন তাদের বেরোতে বলছে, ততক্ষণ সকলকে বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ঘূর্ণিঝড়ের সময় বাচ্চাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে
  • রাস্তার ধারের ল্যাম্প পোস্টে কোনও তার বেরিয়ে থাকলে, সেই তার ছুঁতে বারণ করা হয়েছে।
  • আগামী ৪৮ ঘন্টা মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত সমস্ত খবরের জন্যে প্রত্যেককে টিভি এবং রেডিওর ওপর চোখ রাখতে বলা হয়েছে।
  • প্রত্যেককে বাড়িতে যথেষ্ট পরিমাণ খাবার মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে। যাতে প্রত্যেকের সঙ্গে যথাসময় যোগাযোগ করা যায়।
তামিলনাড়ু সরকার ঝড় পরবর্তী পরিস্থিতি সামলাতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করেছেন। চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং উপকূলবর্তী এলাকা ভিল্লুপুরমের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টেলি কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।