আগরতলা: দেশের সেরা জিমন্যাস্ট দীপা কর্মকারকে ডি লিট ডিগ্রিতে ভূষিত করতে চলেছে আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)। ১১ নভেম্বর দশম সমাবর্তন অনুষ্ঠানে দীপাকে ডি লিট দেওয়া হবে বলে জানিয়েছেন এনআইটি-র ডিরেক্টর এ কে রায়। তিনি আরও বলেছেন, দীপার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শক্তি গবেষণা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও আইআইটি গুয়াহাটির ডিরেক্টর ড. গৌতম ঘোষকে ডিএসসি ডিগ্রি দেওয়া হবে।

দেশের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন দীপা। রিও অলিম্পিকে তিনি চতুর্থ হন। এই জিমন্যাস্ট পদ্মশ্রী, রাজীব গাঁধী খেলরত্ন, অর্জুন পুরস্কার সহ বিভিন্ন সম্মান পেয়েছেন। এবার তিনি নিজের শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ডি লিট পাচ্ছেন।