চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আশা শেষ শশীকলার। ২১ বছরের পুরনো আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন। ৪ বছরের কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ আজকের রায়ে জানিয়েছেন, কারাদণ্ডের মেয়াদ শেষের পরেও ৬ বছর নির্বাচনে লড়তে পারবেন না শশীকলা। ফলে আগামী ১০ বছর তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই।


পাশাপাশি, দুর্নীতি মামলায় শশীকলাকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

এই রায়ে শশীকলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ করে দিলেও, এরমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে, কে হতে চলেছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী?  সূত্রের খবর, শীর্ষ আদালতের রায়ে ঘোষণার পরই কুভাথুরের যে রিসর্টে ছিলেন শশীকলা সেখানে এআইএডিএমকে বিধায়কদের নিয়ে জরুরিকালীন ভিত্তিতে বৈঠকের ডাক দেন শশীকলা।

দলীয় সূত্রে খবর, প্ল্যান বি সামনে আনতে চলেছেন শশীকলা। বৈঠকের পরই দলের তরফে ঘোষণা করা হয় এআইএডিএমকে-র প্রধাণ হচ্ছেন এডাপাড্ডি কে পালানিসামি। বিধানসভায় পরিষদীয় দলের নতুন নেতাও নির্বাচিত হয়েছেন শশী-ঘনিষ্ঠ এই নেতা।

 


মুখ্যমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এদিকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে ও পনীরসেলভমকে।

 




সূত্রের খবর, পালানিসামি ছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত নেত্রী জয়ললিতার ভাইপো দীপক জয়রামের নামও মুখ্যমন্ত্রী পদের জন্যে ঘোষণা করতে পারেন শশীকলা।

প্রসঙ্গত, শশী ঘনিষ্ঠ সালেমের ক্ষমতাশালী নেতা পালানিসামি আগে চারবার নির্বাচনী যুদ্ধ লড়েছেন এবং জিতেওছেন। তিনি জাতীয় সড়ক এবং বন্দর মন্ত্রী। জানা গিয়েছে জয়ললিতার ভাইপো, পালানিসামি ছাড়াও মুখ্যমন্ত্রী পদের জন্যে কে.এ সেঙ্গোটাইয়ানের নামও মুখ্যমন্ত্রী পদের জন্যে সম্ভাব্য তালিকায় ঘোষণা করতে পারেন শশীকলা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এইআইএডিএমকে-র টুইটার হ্যান্ডেলে শশীকলার ঘোষণা ধর্মই শেষপর্যন্ত জিতবে। এর থেকে একটাই বার্তা পরিস্কার যুদ্ধ ছাড়া তিনি পনীরসেলভমকে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না।