পটনা: নয়াদিল্লি-রাজেন্দ্রনগর পটনা রাজধানী এক্সপ্রেসে ডাকাতি করল একদল সশস্ত্র অপরাধী। তিনটি কামরার যাত্রীদের কাছ থেকে গয়না, অর্থ সমেত কয়েক লাখ টাকা লুঠপাট করা হয়েছে। তাদের মারে আহত হয়েছেন ৩ যাত্রী। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ১ এসআই ও ৬ কনস্টেবলকে সাসপেন্ড করেছে আরপিএফ।

রাত সোয়া তিনটে নাগাদ বক্সারের কাছে এই ডাকাতি চালিয়েছে অপরাধীরা, ভদৌরা এলে নেমে গিয়েছে ট্রেন থেকে। এখনও তাদের খোঁজ মেলেনি।

রাজধানীর এ৪, বি৭ ও বি৮ কামরায় ঘটেছে লুঠপাট। যাত্রীরা জিআরপি-কে সব জানানোর পর তদন্তে নেমেছে রেল পুলিশ। ট্রেন পটনা পৌঁছলে যাত্রীরা স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। কোচ অ্যাটেনডেন্ট সহ ট্রেন কর্মীদের অপরাধীদের বাঁচানোর অপরাধে অভিযুক্ত করেন তাঁরা।



রেল কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বাস দিয়েছে, শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে। কোচ অ্যাটেনডেন্টকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, জেরা করতে বলা হয়েছে কর্তব্যরত রেল পুলিশকর্মীদের।

রেলমন্ত্রী সুরেশ প্রভু আরপিএফের ডিজিপি-কে দেখা করার নির্দেশ দিয়েছেন বিহারের ডিজির সঙ্গে। ডাকাতদের দ্রুত গ্রেফতারের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।