প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেম পর্বের পর ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন বলিউড তারকা রীতেশ দেশমুখ এব জেনেলিয়া ডি’সুজা। ২০১৪-এ তাঁদের প্রথম পুত্র সন্তান হয়। তার নাম রিয়ান। এবছর জুনে জন্ম হয় দ্বিতীয় সন্তান রাহিলের। প্রথমবার ছোট ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রীতেশ দেশমুখ
Web Desk, ABP Ananda | 12 Oct 2016 11:00 AM (IST)
মুম্বই: প্রথমবার ছোট ছেলের ছবি প্রকাশ করলেন অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশের মা বৈশালী দেশমুখের জন্মদিনের দিনই ছোট ছেলে রাহিল রীতেশ দেশমুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সকলের পরিচয় করিয়ে দিলেন বলিউডের এই অভিনেতা। টুইটারে রাহিলের ছবি প্রকাশ করেন তিনি। রীতেশের কোলে নীল জাম্পস্যুট পরা ছোট্ট রাহিল। রীতেশ লেখেন, মায়ের জন্মদিনে তিনিও স্পেশাল কিছু শেয়ার করতে চান।