টুইটারে রাহিলের ছবি প্রকাশ করেন তিনি। রীতেশের কোলে নীল জাম্পস্যুট পরা ছোট্ট রাহিল। রীতেশ লেখেন, মায়ের জন্মদিনে তিনিও স্পেশাল কিছু শেয়ার করতে চান।
প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেম পর্বের পর ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন বলিউড তারকা রীতেশ দেশমুখ এব জেনেলিয়া ডি’সুজা। ২০১৪-এ তাঁদের প্রথম পুত্র সন্তান হয়। তার নাম রিয়ান। এবছর জুনে জন্ম হয় দ্বিতীয় সন্তান রাহিলের।