মেষ

সকালের দিকে কোনও যোগাযোগ আসতে পারে। বাড়িতে কোনও অতিথির জন্য বিবাদ বাধতে পারে। ব্যবসার জন্য দিনটি ভাল। ফাটকা আয় হতে পারে। প্রেমে নতুন চিন্তা।



বৃষ

অধিক মনের চঞ্চলতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। আজ আপনি কোনও ঋণ থেকে মুক্তি পাবেন। পড়াশোনার জন্য ভাল সুযোগ এলে কাজে লাগান। রক্তচাপ থেকে সাবধান।



মিথুন

সারাদিন আজ প্রচুর ব্যয় বাড়তে পারে। প্রেমে একে অপরের ওপরের প্রতি ঘৃণার ভাব তৈরি হতে পারে। কর্মস্থলে আজ প্রচুর সন্মান লাভ করতে পারবেন। শরীরের কষ্ট বাড়তে পারে।





কর্কট

আজ সংসার নিয়ে মনে উদাসীন ভাব হতে পারে। কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় বাধা থেকে উদ্ধার। যন্ত্র থেকে সাবধান।




সিংহ

স্ত্রীর প্রতি মনে ক্ষোভবৃদ্ধি। আইনি কোনও কাজে জয় লাভ। উচ্চাশা  মনের কষ্ট বাড়াতে পারে। প্রেমের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি।




কন্যা

চাকরিস্থলে গণ্ডগোল থেকে সাবধান। শরীরের দিকে নজর দিন। প্রেমের জন্য মনকষ্ট বাড়তে পারে। কুচক্রী লোকের থেকে সাবধান। দন্ত পীড়া।



তুলা

বন্ধুর থেকে বদনাম আসতে পারে। আজ কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। নতুন প্রেমের জন্য সুযোগ মিলতে পারে। অপরের চিকিৎসার জন্য খরচ। পিতার সঙ্গে তর্ক।





বৃশ্চিক

সংসারের উপর বিতৃষ্ণা হতে পারে। সন্তানের বাড়াবাড়ির জন্য মনের চাপ বৃদ্ধি। ব্যবসার জন্য শুভ সময় আসছে। অপরের জন্য অর্থসাহায্য। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।




ধনু

আজ এমন কিছু প্রাপ্তি হতে পারে যা কোনও দিন আশা করেনি। আজ রূপচর্চা নিয়ে খরচ বাড়তে পারে। পিতার শারীরিক উন্নতি, প্রেমের শুভ সময়ের ইঙ্গিত। অযথা তর্ক, হাতাহাতি হতে পারে।




মকর

ভাল কাজ করেও বদনাম হতে পারে। মামলায় জয় লাভ। কোনও ভ্রমণ না করাই ভাল। বাড়িতে নতুন কিছু প্রাপ্তিযোগ। ব্যবসার জন্য অধিক চাপ। শরীরে যন্ত্রণা।




কুম্ভ

আপনার কোনও কাজে গুরুজনের অসন্তোষ। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। প্রিয়জনের বিয়োগে মনকষ্ট বাড়তে পারে।




মীন

রাজনীতির লোকেদের জন্য শুভ সময়। ব্যবসার জন্য নতুন কর্মে নিয়োগ। চাকরিজীবীদের জন্য শুভ সময়। শরীরে ক্লান্তি বাড়িতে অশান্তির কারণ হতে পারে। পথচলতি লোককে সাহায্য।