মেষ
বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজ আপনি সব কাজে সফল নাও হতে পারেন। আপন কেউ দুঃখ দিতে পারে। নাক ও কান নিয়ে ভোগান্তি।
বৃষ
প্রচুর ঘাত প্রতিঘাতে ব্যবসায় উন্নতি যোগ। দিনের শেষে ভাগ্যের উদয় হতে পারে। বিশেষ প্রয়োজন না থাকলে নতুন কাজের উদ্যোগ না নেওয়াই ভাল। হৃদরোগের আশঙ্কা।
মিথুন
আজ নতুন কোনও কাজে প্রচুর উৎসাহ পাবেন। ব্যবসার শত্রু আপনার পিছু ছাড়বে না। কোনও জটিল সমস্যা আপনার দ্বারা সমাধান হতে পারে। প্রেমের আনন্দ মনে সারাদিন থাকবে।
কর্কট
অতিরিক্ত উদ্বেগের জন্য ভাল কাজে বদনাম হতে পারে। শিক্ষার আদর্শ সুযোগ মিলতে পারে। কাজের জন্য আজ ভাল দিন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।
সিংহ
প্রিয়জনের কথা যন্ত্রণার কারণ হতে পারে। আপনার দ্বারা আজ কোনও অসাধু কাজ হতে পারে। প্রেম প্রণয়ে দিনটি আজ খুব ভাল হবে না। ফাটকা ব্যবসায় টাকা লাগাতে পারেন।
কন্যা
আজ কোনও ভুল কাজের জন্য অর্থ অপচয় হতে পারে। প্রেম থেকে উপহার পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুকে হারাতে পারবেন। শরীরের ব্যাপারে সাবধান হোন।
তুলা
কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। সপরিবারে তীর্থভ্রমণ হতে পারে। বড়রকম অসুস্থতার আশঙ্কা। ব্যবসা ক্ষেত্রে চুরি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না।
বৃশ্চিক
আজ দিনটি ভাল মন্দ মিশিয়ে চলবে। কোনও কাজ নিয়ে বেশি মাতামাতি ভাল হবে না। আশা পূরণ না হবার কষ্ট বাড়তে পারে। ব্যবসার অর্থাভাব নিয়ে পরিকল্পনা।
ধনু
অপর ব্যক্তি আপনার প্রেমে বিরোধিতা করতে পারে। আইন ব্যবসায় সাফল্য। ব্যবসার জন্য দিনটি ভাল। সাংসারিক ব্যয় বৃদ্ধি। গুরুদেবের সঙ্গে থাকার আনন্দ।
মকর
ভুল কাজের জন্য মনে অনুতাপ বৃদ্ধি। প্রেমের ক্ষেত্রে সাবধান। কোন কিছুই ভাল লাগবে না। আইনি সংক্রান্ত ঝামেলা থেকে সাবধান। ব্যবসার জন্য দিনটি ভাল।
কুম্ভ
প্রেমে মনের ইচ্ছাপূরণ। শরীরে আজ রোগের প্রকোপ বাড়তে পারে। ব্যবসার জন্য দিনটি খুব ভাল নয়। অপর ব্যক্তিকে নিয়ে সংসারে অশান্তি। চাকরির স্থলে সুনাম বৃদ্ধি।
মীন
অতিরিক্ত উত্তেজনার জন্য রক্তচাপ বাড়তে পারে। কোনও ভাল কাজের জন্য সন্মান লাভ হতে পারে। স্ত্রীর প্রতি সম্মান বৃদ্ধি। ব্যবসার জন্য ঋণ গ্রহণ। সন্তান নিয়ে চিন্তা।