রাজগীর: নিজেকে ভারতের সন্তান বলে উল্লেখ করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বিহারের নালন্দা জেলায় বৌদ্ধধর্ম সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনাসভার উদ্বোধন করে দলাই লামা বলেছেন, ‘গত ৫৮ বছর ধরে আমি ভারতে বাস করছি। তাই আমিও ভারতের সন্তান। বিশ্বের অন্য কোনও দেশ ভারতের মতো ধর্মনিরপেক্ষ নয়। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার সূচনা হয়েছিল, তার জন্যই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি।’
তিব্বত থেকে নির্বাসিত হওয়ার পর থেকেই ভারতে আছেন দলাই লামা। তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেছেন, ‘আমি যখন তিব্বতে ছিলাম, তখন চিন্তা-ভাবনা সংকীর্ণ ছিল। কিন্তু আমি যখন নিজের দেশ ছেড়ে ভারতে এলাম, তিব্বত সহ সারা বিশ্ব সম্পর্কে বৃহত্তর ধারণা তৈরি হল।’
সারা বিশ্বে সহনশীলতা এবং ক্ষমাশীলতার অভ্যাস গড়ে তোলার জন্য সুশিক্ষার উপর জোর দিয়েছেন দলাই লামা। তাঁর মতে, বর্তমান সময়ের শিক্ষা মানুষকে ক্রেতা করে তুলছে। চিরাচরিত শিক্ষার ফলেই মানুষের উপকার হয়।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মহেশ শর্মাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। রবিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়েরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
আমি ভারতের সন্তান, বললেন দলাই লামা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Mar 2017 07:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -