নয়াদিল্লি: দলাই লামার অরুণাচল প্রদেশ যাওয়া নিয়ে চিনের লাগাতার আপত্তি উড়িয়ে দিল নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক বলেছে, সরকারের তরফে বারংবার এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, দলাই লামা একজন সম্মানীয় ধর্মগুরু, যাঁকে ভারতের মানুষ গভীর শ্রদ্ধা করেন। তাঁর ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যকলাপ ও ভারতের বিভিন্ন রাজ্যে সফরে কোনও বাড়তি রং দেওয়া অনুচিত। ভারত সরকারের অনুরোধ, তাঁর এবারের অরুণাচল প্রদেশ সফর ঘিরে কোনও নকল বিতর্ক যেন তৈরি করা না হয়। চিন দলাইয়ের চলতি ভারত সফরের দিকে কড়া নজর রাখছে বলে জানিয়েছে। চিনের দাবি, অরুণাচল তিব্বতের অংশ। সেখানে দলাইকে যেতে দেওয়া হলে ভারত-চিন সম্পর্কের বিরাট ক্ষতি হবে বলেও আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেজিং। তবে পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু চিনকে ভারতের ঘরোয়া বিষয়ে নাক গলাতে বারণ করলেন আজ। দলাইয়ের বর্তমান সফর নিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ধর্মগুরুর অরুণাচল সফরের পিছনে কোনওরকম রাজনৈতিক অভিপ্রায় নেই। এই সফর একেবারেই ধর্মীয়। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের সেখানে তাঁর যাওয়া নিয়ে আপত্তি তোলা, ভারতের ঘরোয়া ব্যাপারে মাথা গলানোই উচিত নয়। ভারত কখনই চিনের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায় না বলে জানিয়ে তিনি বলেন, আমরা বেজিংয়ের ওয়ান চায়না নীতি-কে সম্মান করি, আশা করি চিনও পাল্টা সেটাই করবে। নিজে অরুণাচলের মানুষ, সেই জায়গা থেকে তিনি জানিয়ে দেন, ওই রাজ্য কোনও বিতর্কিত ভূখণ্ড নয়, ভারতের অঙ্গ, একটি ঘোষিত প্রদেশ। সীমান্ত নিয়ে ভারত, চিনের মধ্যে কিছু মতপার্থক্য হয়তো আছে, কিন্তু অরুণাচলের ওপর কোনও আইনি এক্তিয়ারই নেই বেজিংয়ের। রিজিজু বলেন, চিনকে আবেদন করছি, যেন অহেতুক অরুণাচলকে ইস্যু করা না হয়, ওই রাজ্যের অবস্থান নিয়ে কোনও প্রশ্ন তোলার অবকাশই নেই।