মাদুরাই: উচ্চবর্ণের লোকজনের হাতে দলিত, ছোট জাতের মানুষের ওপর নিগ্রহের অভিযোগে সরগরম দেশ। তার মধ্যেই এবার উল্টোটা ঘটার খবর। মাদুরাইয়ের একটি স্কুলে ৬টি নিম্নবর্ণের নাবালক পড়ুয়ার হাতে উচ্চবর্ণভুক্ত সহপাঠীদের নিগৃহীত হওয়ার অভিযোগ পাওয়া গেল।

পুলিশ জানিয়েছে, এম কালুপট্টি পুলিশ লিমিটস-এর ওই স্কুলে ছয় দলিত ছাত্র উচ্চবর্ণের চারটি মেয়ে, দুটি ছেলের গায়ে গোবর লেপে দেয়, ওদের ওপর মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে, এমনকী মেয়েগুলোকে যৌন নিগ্রহও করে বলে অভিযোগ। ৬ জনকেই জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতের ঘটনাটি সম্পর্কে নিগৃহীত পড়ুয়াদের অভিভাবকরা নাবালক নিগ্রহ রোধ (পকসো) আইন, ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (অন্যায় ভাবে আটকে রাখা), ৩৪২ অনুচ্ছেদে (মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ছয় পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাশাপাশি বসে স্কুলে পড়াশোনা করে, তা সত্ত্বেও কেন কচিকাচাদের মনে এত বিদ্বেষের বিষ, এমন হিংস্র আচরণ, জাতপাত-জনিত ক্রোধ?

পুলিশ জানিয়েছে, কেন ওরা এমন আচরণ করল, খতিয়ে দেখা হচ্ছে। হয়তো বাড়ি, মহল্লার বড়রা ওদের প্ররোচনা করেছে, সন্দেহ করছে পুলিশ।