ভোপাল: মধ্যপ্রদেশে এক দলিত কৃষককে জীবন্ত পুড়িয়ে মারল চারজন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাস্তায়ই মারা যান কিশোরীলাল জাতভ নামে ৭০ বছর বয়সি ওই কৃষক। গতকাল ঘটনাটি ঘটেছে বেরাসিয়া তহসিলের পারসোরিয়া ঘাটখেড়িতে। কিশোরীলাল তার জমি দখলে ওদের প্রয়াসের বিরোধিতা করেন। সেজন্য তাঁকে জ্বালিয়ে দেওয়া হয়।

ডেপুটি ইনসপেক্টর জেনারেল অব পুলিশ (ভোপাল) ধর্মেন্দ্র চৌধুরি বলেছেন, চার অভিযুক্তকেই গ্রেফতার করে খুনের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এএসপি সঞ্জয় সাউয়ের নেতৃত্বে বিশেষ তদন্ত টিম ঘটনাটি খতিয়ে দেখবে। অভিযুক্তরা হল তিরন যাদব, প্রকাশ যাদব, সঞ্জু যাদব ও বলবীর যাদব।

ডিআইজি জানান, কিশোরীলাল এক টুকরো জমি লিজ দিয়েছিলেন। সেটি দখল করার চেষ্টা করে অভিযুক্তরা। তিনি প্রতিবাদ করায় তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ৪ জন।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ঘটনার নিন্দা করেছেন, দোষীরা রেহাই পাবে না বলে জানিয়েছেন।
মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ ঘটনাটিকে বেদনাদায়ক, আঘাত বলে মন্তব্য করে জানতে চেয়েছেন, সরকার কবে দলিতদের ওপর হামলা বন্ধে ব্যবস্থা নেবে। তিনি কংগ্রেস নেতাদের একটি কমিটি গড়েছেন। কমিটিকে নিহত চাষির পরিবারের সঙ্গে দেখা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।