উত্তরপ্রদেশে দলিত মেয়েকে অপহরণ করে তিনদিন ধরে ধর্ষণ ৬ জনের, ৫ অভিযুক্তই নাবালক
Web Desk, ABP Ananda | 05 Jul 2018 03:02 PM (IST)
মুজফফরনগর: উত্তরপ্রদেশে নারী নির্যাতন অব্যাহত। গত মাসে এখানকার কোতোয়ালি থানা এলাকা থেকে ১২ বছরের একটি দলিত মেয়েকে অপহরণ করে তিনদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল ৬ জনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ৫ জনই নাবালক, বয়স ১৪ থেকে ১৬-র মধ্যে বলে জানিয়েছে পুলিশ। ষষ্ঠ অভিযুক্তকে শনাক্ত করা যায়নি এখনও। অভিযুক্তরা সবাই পলাতক। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেয়েটির মা বেঁচে নেই। সে দিদার কাছে থাকে। গতকাল তারা দুজনে জেলা শাসকের দপ্তরের বাইরে ধর্ষণের অভিযোগ নথিভুক্তির দাবিতে বিক্ষোভ দেখায়। পুলিশ অভিযোগ গ্রহণ করতে চাইছে না বলে অভিযোগ করে তারা। অবশেষে অভিযোগ দায়ের হয়। দিদার বক্তব্য, গত ২৬ জুন একটি গাড়িতে তুলে মেয়েটিকে অপহরণ করা হয়। মেয়েটি কুকরা গ্রামে যাচ্ছিল।