মেরঠ: সম্ভ্রম বাঁচাতে ধর্ষকের লিঙ্গচ্ছেদ করল কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের ইঞ্চোলিতে।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই দলিত কিশোরী পাশের জঙ্গলে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত ২৩ বছরের রইস কিশোরীর গলায় ছুরি ধরে ধর্ষণ করতে উদ্যত হয়। এমন সময়ে অভিযুক্তের কাছ থেকে ছুরি কেড়ি নিয়ে ধর্ষকের গোপনাঙ্গে একাধিকবার আঘাত করে কিশোরী।
ধর্ষকের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে, কিশোরীর অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা দাখিল করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভিনজাতের হওয়ায় গ্রামে হামলার আশঙ্কা করছে পুলিশ। ফলে গ্রামে পুলিশি পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে।
সম্ভ্রম বাঁচাতে ধর্ষকের লিঙ্গচ্ছেদ করল কিশোরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2016 10:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -