নয়াদিল্লি: ফের দলিতদের ওপর হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও সভ্য সমাজের সঙ্গে মানানসই নয় দলিতদের নিগ্রহ, একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন তিনি। তবে এর পাশাপাশি নিজের দলের লোকজন সহ রাজনীতিকদের দলিত ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলেছেন তিনি। মোদী বলেছেন, আমি রাজনৈতিক নেতাদের বলতে চাই, কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে দায়দায়িত্বহীন কথা বলা উচিত নয়। আমার নিজের দলের নেতারাও এর মধ্যে পড়েন। দেশের ঐক্য ও সামাজিক সংহতি, সুস্থিতি কিছুতেই নষ্ট হতে দেওয়া চলবে না। প্রয়োজনে আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।
মোদীর দাবি, তিনি দলিত ও অন্যান্য পশ্চাত্পদ সম্প্রদায়ের উন্নয়নে দায়বদ্ধ। কিন্তু কিছু লোক এটা মানতে পারে না যে, তিনি দলিতের পক্ষে। বিজেপিতেও অনেক এমপি-এমএলএ আছেন, যাঁরা দলিত, এ কথা উল্লেখ করে তিনি বলেন, বি আর অম্বেডকরের ১২৫-তম জন্মবার্ষিকী পালনের পর থেকেই অনেকে মনে করলেন, মোদী অম্বেডকরের অনুগামী সমস্যায় পড়লেন তাঁরা। যাঁরা নিজেদের একটি বিশেষ অংশের স্বনিযুক্ত রক্ষাকর্তা বলে ভাবেন, সমাজে অশান্তি তৈরি করতে চান, তাঁরা এটা সহ্য করতে পারছেন না। তাঁরা ভিত্তিহীন অভিযোগ করছেন আমার বিরুদ্ধে। তবে কারও নাম করেননি তিনি। মোদী বলেন, জাতপাত, বর্ণভেদের নামে যারা এ দেশকে বিষাক্ত করেছেন, তাঁরা একটি সামাজিক সমস্যায় রাজনৈতিক রং দেওয়া বন্ধ করুন। দলিতদের ওপর কখনই হামলা হওয়া উচিত নয়। শুধু উন্নয়নই যে আমাদের এজেন্ডা, দেশবাসী এটা পুরোপুরি বিশ্বাস করে।এ নিয়ে কোনও বিভ্রান্তি নেই।কিন্তু যারা কখনই চায়নি, বর্তমান সরকার ক্ষমতায় আসুক, আগের সরকার চলে যাক, তারা সমস্যায় পড়েছে।
দলিত ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকার আবেদন মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2016 02:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -