জেএনইউয়ের দলিত ছাত্র রজনী কৃষের আত্মহত্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2017 07:58 AM (IST)
নয়াদিল্লি: রোহিত ভেমুলা আত্মহত্যার ঠিক এক বছরের মাথায় ফের আত্মহত্যা করলেন আর এক বিশ্ববিদ্যালয় ছাত্র। রজনী কৃষ নামে ওই তামিলনাড়ুর যুবক দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকায় বন্ধুর ফ্ল্যাটে গলায় দড়ি দিয়েছেন বলে অভিযোগ। তামিলনাড়ুর সালেমের এই বাসিন্দা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। জেএনইউয়ের সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজে এম ফিল পড়তেন তিনি। ২৭ বছরের কৃষ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এমফিলের ছাত্র ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হতাশায় ভুগছিলেন তিনি। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এখনও। গতকাল বিকেলে বন্ধুর ফ্ল্যাটে আসেন কৃষ। খাওয়াদাওয়া সেরে একটি ঘরে ঘুমোতে চলে যান, ভেতর থেকে বন্ধ করে দেন দরজা। বন্ধুরা ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে তাঁর ঝুলন্ত দেহ। দলিত এই ছাত্র হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের রোহিত ভেমুলা আন্দোলনে যুক্ত ছিলেন। তাঁর শেষ ফেসবুক পোস্ট