আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন পালনে দু দিনের সফরে গুজরাতে পা রাখার মুখেই শুক্রবার আমদাবাদ পুলিসের হাতে গ্রেফতার হলেন উনার দলিত আন্দোলনের নেতৃত্ব দেওয়া জিগনেশ মেভানি। দিল্লি থেকে গতকাল রাতে আমদাবাদ বিমানবন্দরে নামা মাত্রই মেভানিকে ঘিরে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায় ২৫ জন পুলিশের একটি দল। জিগনেশের অপেক্ষায় তারা বিমানবন্দরেই ছিল।
কিন্তু কেন এই দলিত নেতাকে গ্রেফতার করা হল, তার কোনও কারণ জানায়নি পুলিশ। সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চ ডিটেকশনের ডিসিপি দীপন ভদ্রন। তাঁকে জেরা করা হচ্ছে, শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, জানিয়েছেন তিনি। মেভানির মুক্তির দাবিতে ডিসিপি-র অফিসের বাইরে বিক্ষোভ দেখান দলিতরা।
যদিও মেভানিকে ঘনিষ্ঠ সহযোগী তথা দলিত অধিকার মঞ্চের সদস্য সুবোধ পারমার সাংবাদিকদের বলেন, মেভানি যন্তর মন্তরে জনসভায় ভাষণ দিয়ে দিল্লি থেকে ফিরছিল। বিমানবন্দরের কাছেই মোদীর অভ্যর্থনায় আয়োজিত অনুষ্ঠানে মেভানি ঝামেলা পাকাতে পারে, এই ভয়েই তাঁকে আটক করা হয়।
যন্তর মন্তরের জনসভায় মেভানি রাজ্যে দলিতদের জন্য কৃষিজমি ঊর্ধ্বসীমা আইনে বরাদ্দ হওয়া জমির দখল নিতে দেওয়ার লিখিত আশ্বাস চান গুজরাত সরকারের কাছে। এই দাবিতে ১ অক্টোবর গুজরাতে রেল রোকো কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা করেন।
শুধু মেভানি নন, পতিদার আমানত আন্দোলন সমিতির নেতা রেশমা পটেলকেও গুজরাত পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। মোদীর সফর শুরু হওয়ার আগে সমিতির প্রায় ৪০০ সদস্যকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। নভসারিতে মোদীর অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনার অনুমতি চেয়েও পাননি তাঁরা। তাই সেখানে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
মোদী গুজরাত পৌঁছনোর আগে আমদাবাদ বিমানবন্দরে গ্রেফতার উনার দলিত আন্দোলনের নেতা
web desk, ABP Ananda
Updated at:
17 Sep 2016 02:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -