নয়াদিল্লি: বিয়েবাড়িতে উচ্চবর্ণের লোকজনের সামনে বসে নেমন্তন্ন খাওয়ায় দলিতকে মারধর করার অভিযোগ। ২৩ বছর বয়সি জিতেন্দ্র নামে দলিত যুবকটি উঁচু জাতের লোকজনের মারের চোটে মারাই গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরাখণ্ডের নয়া তেহরির ঘটনা। ডিএসপি উত্তম সিংহ জিমওয়াল জানিয়েছেন, জেলার শ্রীকোট গ্রামে ২৬ এপ্রিল এক বিয়েবাড়িতে ‘নীচু জাতের হওয়া সত্ত্বেও’ তাদের সামনে পাত পেড়ে বসে খাওয়ায় মেজাজ হারিয়ে জিতেন্দ্রকে মারধর করে উচ্চবর্ণের লোকজন। মারাত্মক জখম ছেলেটি ৯ দিনের চিকিত্সার পর দেহরাদুনের এক হাসপাতালে গত রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান ডিএসপি। পুলিশের কাছে জিতেন্দ্রর বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি ও উপজাতি নিগ্রহ রোধ আইনে গজেন্দ্র সিংহ, শোভন সিংহ, কুশল সিংহ, গব্বর সিংহ, গম্ভীর সিংহ, হরবীর সিংহ ও হুকুম সিংহ, এই সাতজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএসপি জানিয়েছেন।