ভাবনগর: ঘোড়া বাড়িতে রেখে চড়ার জন্য গুজরাতের ভাবনগরে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। এই ঘটনায় উমরেলা তহশিলের টিম্বি গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিন সন্দেহভাজনকে পার্শ্ববর্তী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ভাবনগরের ক্রাইম ব্র্যাঞ্চের সাহায্য চাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাস দুয়েক আগে প্রদীপ রাঠোর নামে ২১ বছরের যুবক একটি ঘোড়া কিনেছিলেন। এর পর থেকেই গ্রামেরই বেশ কয়েকজন বাসিন্দা তাঁকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে খুন করা হয়। প্রদীপের বাবা কালুভাই রাঠোর বলেছেন, তাঁর ছেসে ঘোড়াটি বিক্রিই করে দিতে চেয়েছিল। তিনিই বিক্রি না করতে ছেলেকে বুঝিয়েছিলেন।
কুলাভাই জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঘোড়ায় চড়ে নিজেদের ক্ষেতে গিয়েছিল প্রদীপ। রাতে বাড়ি ফিরে একসঙ্গে খাওয়ার কথা ছিল তাঁদের।
কিন্তু প্রদীপ আর ফেরেননি। তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। পরে বাড়ি থেকে ক্ষেতে যাওয়ার পথে রাস্তার ওপর প্রদীপের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুটা দূরেই মৃত অবস্থায় দেখা যায় ঘোড়াটিকে।
ম্যাট্রিক পাশ করার পর প্রদীপ বাবাকে চাষবাসের কাজে সাহায্য করতেন।
আধিকারিক সূত্রে খবর, রাজ্য সরকার পদস্থ পুলিশ অফিসারদের নিয়োগ করে ঘটনার অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছে। ওই গ্রামের জনসংখ্যা ৩ হাজার। দলিতদের সংখ্যা ১০ শতাংশ।
প্রদীপের দেহ ভাবনগর সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পরিবারের লোকজন দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিতে অস্বীকার করেছেন।