গুজরাতে উচ্চবর্ণদের গরবা নাচ দেখতে যাওয়ায় দলিত যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ৮
Web Desk, ABP Ananda | 02 Oct 2017 11:09 AM (IST)
আমদাবাদ: গুজরাতের আনন্দ জেলায় উচ্চবর্ণের পটেল সম্প্রদায়ের গরবা নাচ দেখতে যাওয়ায় ২১ বছরের এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম জয়েশ সোলাঙ্কি। এই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ভদ্রানিয়া গ্রামে নবরাত্রি উৎসব উপলক্ষে গরবা নাচের আয়োজন করা হয়। তুতো ভাই প্রকাশ এবং আরও দু’জনের সঙ্গে মন্দিরের পাশে একটি বাড়িতে নাচ দেখছিলেন জয়েশ। অভিযোগ, রবিবার ভোর চারটে নাগাদ হঠাৎই পটেল সম্প্রদায়ের লোকজন দলিতদের নাচ দেখা নিয়ে আপত্তি করেন। একজন জয়েশদের জাত নিয়ে কটূক্তি করেন। তিনি দাবি করেন, দলিতদের গরবা দেখার কোনও অধিকার নেই। এরপরেই পটেলরা দলিতদের মারতে শুরু করেন। দেওয়ালে ঠুকে দেওয়া হয় জয়েশের মাথা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ডেপুটি পুলিশ সুপার (তফশিলি জাতি ও উপজাতি বিভাগ) এ এম পটেল দলিতদের উপর এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে মানতে নারাজ। তাঁর দাবি, জয়েশের সঙ্গে ধৃত ব্যক্তিদের কোনও শত্রুতা ছিল না। উত্তেজনার মুহূর্তে তাঁকে মারধর করা হয়। তার ফলেই মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।