সাগর: বাড়ির কাছে হোলিকা দহনের আগুন জ্বালানোয় রেগে গিয়ে সেই আগুনেই এক দলিত ব্যক্তিকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল উচ্চবর্ণের এক দম্পতির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলরাম আহিরওয়ার নামে ওই দলিত। তাঁর শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। নৃশংস এই ঘটনাটি মধ্য প্রদেশের সাগর জেলার ফুতেরা গ্রামে। অভিযুক্ত রাজে রাজপুতকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্ত্রীর খোঁজ চলছে।
রাহতগড় থানার ইন্সপেক্টর অনিল সিংহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। বলরামরা ওই উচ্চবর্ণের দম্পতির বাড়ির কাছেই হোলিকা দহন করছিলেন। রাজে ও তাঁর স্ত্রীর আশঙ্কা হয়, তাঁদের বাড়িতে আগুন লেগে যাবে। এই নিয়ে বচসা চলাকালীন তাঁরা বলরামকে আগুনে ঠেলে ফেলে দেন।
সাগরের পুলিশ সুপার এস শুক্ল জানিয়েছেন, বলরাম অভিযোগ করেছেন, বচসার সময় তাঁর জাত তুলে কটূ মন্তব্য করেছেন রাজপুত দম্পতি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং তফশিলি জাতি ও উপজাতি আইনে মামলা দায়ের করা হয়েছে।
মধ্য প্রদেশে হোলিকা দহনের আগুনে দলিত ব্যক্তিকে ঠেলে ফেলল উচ্চবর্ণের দম্পতি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Mar 2018 07:07 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -