মুলো চুরি, দলিতকে গুলি গ্রাম প্রধানের!
Web Desk, ABP Ananda | 28 Nov 2016 05:34 PM (IST)
মুজাফ্ফরনগর: মুলো চুরির অভিযোগে দলিত যুবককে গুলি করার অভিযোগ গ্রাম প্রধানের বিরুদ্ধে। যুবকের পরিবারের লোকজনদেরও মারধর করা হয় বলে অভিযোগ। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের ঘটনা। পুলিশ জানিয়েছে, গ্রাম প্রধান অনিল, তার ছেলে নিশান্ত এবং ভাগ্নে সরউত্তম এবং আরও একজন গাড়ি করে সুনীল কুমার নামে ওই দলিত যুবকের বাড়িতে যায়। গ্রাম প্রধানের জমি থেকে মুলো চুরির অভিযোগে পরিবারের লোকজনকে মারধর শুরু করে। সুনীল প্রতিবাদ করলে তাঁকে গুলি করে গ্রাম প্রধান স্বয়ং। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুনীলকে। ঘটনায় এফআইআর দায়ের করেছে সুনীলের পরিবার। ৪ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে গ্রাম প্রধানের গাড়িটি।