রাজস্থানে হোলি খেলার সময় সংঘর্ষ, দলিত কিশোরকে পিটিয়ে হত্যা
Web Desk, ABP Ananda | 02 Mar 2018 09:00 PM (IST)
ফাইল ছবি
জয়পুর: হোলির দিন দু’দলের সংঘর্ষের সময় এক দলিত কিশোরকে পিটিয়ে হত্যা করা হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ার জেলার ভিওয়াড়ি শহরে। নিহত কিশোরের পরিবারের লোকজন তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। তবে এখনও পর্যন্ত এফআইআর করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পুষ্পেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, নিহত কিশোরের নাম নীরজ যাতভ (১৬)। সে অন্য সম্প্রদায়ের লোকজনের সঙ্গে হোলি খেলছিল। হঠাৎ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নীরজকে ধারাল অস্ত্র দিয়ে মারা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার বাড়ির লোকজন হাসপাতালে তাণ্ডব চালান। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।