নিজের গোষ্ঠীর ওপর 'অত্যাচার', রামনাথ কোবিন্দের কাছ থেকে মেডেল নিতে অস্বীকার দলিত কৃতি পড়ুয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2017 12:57 PM (IST)
লখনউ: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে মেডেল নেবেন না উত্তরপ্রদেশের বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের এক কৃতি দলিত পড়ুয়া। দলিতদের ওপর ক্রমবর্দ্ধমান অত্যাচারের প্রতিবাদেই রাষ্ট্রপতির থেকে সোনার মেডেল নিতে অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের এমসিএ-র শীর্ষস্থানাধিকারী। আগামীকাল ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। তার আগে রামেন্দ্র নরেশ নামে ওই পড়ুয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে, তিনি রাষ্ট্রপতির কাছ থেকে মেডেল নেবেন না। রামেন্দ্র বলেছেন, দলিতদের প্রতি অত্যাচারের প্রতিবাদ ও সমাজের অন্যান্যদের পাশে দাঁড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য সম্প্রদায়ের মতো দলিতদের সঙ্গেও একই ধরনের আচরণ করা হবে, এমনটা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নিশ্চিত করলে তবেই তিনি মেডেল নেবেন।