কোচি: কেরলে এক দলিত মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের স্কেচ প্রকাশ করা হল বুধবার। যদিও এখনও অধরা অভিযুক্ত।


 

এদিনই অত্যাচারিত মহিলার দেহের ময়নাতদনন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে জানা গিয়েছে, তাঁর দেহে ৩৮টি ছোট-বড় আঘাতের চিহ্ন রয়েছে। এতেই পরিষ্কার হয়ে গিয়েছে, তাঁর উপর বীভৎস অত্যাচার চালানো হয়।

 

এদিকে, কেরল সরকার নিহত মহিলার পরিবারকে ১০ লক্ষ টাকা এবং তাঁর বোনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় নিহতের পরিবারকে সাহায্য করার জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে রাজ্য সরকার।

 

কেরলের এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। সাংসদরা একযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।  বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা কেরলের রাজনীতিতে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি ও বিরোধী ভি এস অচ্যুতানন্দন নিহতের মায়ের সঙ্গে দেখা করেছেন। সিপিএম এই ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে। এক দলীয় বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য সরকার এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে এবং ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করতে হবে।

 

অন্যদিকে, সামাজিক ন্যায়বিচার মন্ত্রী থাবর চাঁদ গেহলট বৃহস্পতিবার নিহত মহিলার মা ও বোনের সঙ্গে দেখা করতে যাবেন। তিনি ইতিমধ্যেই কেরল সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন।