গুজরাতে দলিত যুবককে জীবন্ত পুড়িয়ে খুন, অধরা অভিযুক্তরা, দেহ নিতে অস্বীকার নিহতের পরিবারের
Web Desk, ABP Ananda | 02 Mar 2018 05:43 PM (IST)
রাজকোট: গুজরাতের রাজকোটে দলিত যুবককে জীবন্ত পুড়িয়ে খুন। অভিযুক্তরা ধরা না পড়ায় দেহ নিতে অস্বীকার নিহত যুবকের পরিবারের। অভিযোগ, ভরত গোহেল নামে ওই যুবককে গাড়ির মধ্যে আটকে রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত পাঁচদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তাঁর মৃত্যু হয়। ঘটনায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা। পুরনো গাড়ি কেনা নিয়ে বচসার জেরে খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।