নয়াদিল্লি: ২০১৪ সালে ডেনমার্কের মহিলাকে গণধর্ষণের ঘটনায় পাঁচ দোষী সাব্যস্তের আমৃত্যু কারাবাসের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। এদিন, বিচারপতি এস মুরলীধর ও আই এস মেটার বেঞ্চ জানায়, নির্যাতিতার জবানবন্দি ও ডিএনএ রিপোর্ট দোষীদের জঘন্য অপরাধের সবচেয়ে বড় প্রমাণ।
২০১৬ সালের ১০ জুন, ধর্ষণে অভিযুক্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা দেয় নিম্ন আদালত। আদালত জানিয়েছিল, দোষীদের এই অপরাধের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পুলিশ জানিয়েছিল, ২০১৪ সালের ১৪ জানুয়ারি, ওই মহিলা পর্যটককে রেল স্টেশন লাগোয়া অফিসার্স ক্লাবের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে লুঠ ও গণধর্ষণ করে।